কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১) : অনেক দামী ব্র্যান্ডের লিপিস্টিকে এলকোহল থাকে। অনেক সময় অনুষ্ঠানে খাবার খাওয়ার সময় লিপিস্টিক পেটে চলে‌ যায়। এমন হলে ঐ লিপিস্টিক ব্যবহার করা কি বৈধ হবে?

উত্তর: মহিলাদের জন্য লিপিস্টিক বা সৌন্দর্যবর্ধক যেকোনো প্রসাধনী ব্যবহার করে বাহিরে বের হওয়া জায়েয নয়। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নিজ ঘরে অবস্থান করবে এবং প্রাচীন জাহেলী যুগের প্রদর্শনীর মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না (আল-আহযাব, ৩৩/৩৩)। আর সুগন্ধি, প্রসাধনী ও ঔষধে ব্যবহৃত এ্যালকোহল ব্যবহার করা হয় সেগুলো সংরক্ষণ করার জন্য, আর সেগুলো শরীরে কোনো প্রতিক্রিয়াও সৃষ্টি করে না। তাই এগুলো ব্যবহার করলে, কিংবা মুখের ভিতরে চলে গেলে কোন সমস্যা হবে না।

প্রশ্নকারী : তরু

ঢাকা


Magazine