কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : কোনো দিবস পালন করা বা এ উপলক্ষে বৈধ কোনো আয়োজন করা যাবে কি?

উত্তরইসলামে এ ধরনের কোনো দিবস পালন করার কোনো সুযোগ নেই। কেননা এগুলো হলো বিজাতীয়দের থেকে আসা অপসংস্কৃতি যেটি ইসলামে নিষিদ্ধ। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত (আবূ দাঊদ, হা/৪০৩১; তিরমিযী হা/২৬৯৫)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছাহাবায়ে কেরামের যুগে বড় বড় ঐতিহাসিক বিজয় সংঘটিত হয়েছিল। অথচ সালাফে ছালেহীন বা তাদের পরবর্তী কেউ কোনো দিবস পালন করেননি। অতএব দিবস পালন করা ইসলামী সংস্কৃতির কোনো অংশ নয় এবং সাধারণভাবেও তা পালন করা জায়েয হবে না (ইগাছাতুল লাহফান, ইবনুল কায়্যিম, ১/১৯০)। আর যেহেতু এগুলোকে ইসলামী শরী‘আত সমর্থন করে না, সুতরাং এগুলোতে অংশগ্রহণ করাও জায়েয নয়। কেননা আল্লাহ তাআলা বলেন, তোমরা নেকী ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, কিন্তু পাপ ও সীমালংঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : রবিউল ইসলাম

রাজশাহী।


Magazine