উত্তর: না, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রী আয়েশা রাযিয়াল্লাহু আনহা এবং তাঁর কন্যা ফাতেমা রাযিয়াল্লাহু আনহা উভয়কেই ‘আম্মাজান’ বলা যাবে না। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীগণ হলেন ‘উম্মাহাতুল মুমিনীন’ বা ‘মুমিনদের মাতা’। কেননা আল্লাহ তাআলা বলেন, ‘নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও ঘনিষ্টতর এবং তঁর স্ত্রীগণ তাদের মা’ (আল-আহযাব, ৩৩/৬)। তাই ফাতেমা রাযিয়াল্লাহু আনহা-কে মা ফাতেমা, উম্মুল মুমিনীন বা আম্মাজান বলা যাবে না।
প্রশ্নকারী : রাশেদ
ঢাকা।