কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪): আশূরা উপলক্ষে করণীয় কী?

উত্তর: আশূরা উপলক্ষে করণীয় হলো, এদিন ও তার পূর্বে একদিন সহ মোট দুইদিন ছিয়াম পালন করা। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, যে সময় রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশূরার দিন ছিয়াম রেখেছেন আর ছাহাবীগণকেও রাখার নির্দেশ দিয়েছেন। ছাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! এদিন তো ঐদিন, যেটি ইয়াহূদী ও খ্রিষ্টানদের নিকট খুবই গুরুত্বপূর্ণ! (আর যেহেতু ইয়াহূদী-খ্রিষ্টানদের আমরা বিরোধিতা করি, তাই আমরা ছিয়াম রেখে তো এ দিনের গুরুত্ব প্রদানের ব্যাপারে তাদের সহযোগিতা করছি)। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘যদি আমি আগামী বছর জীবিত থাকি, তাহলে অবশ্যই নয় তারিখেও ছিয়াম রাখব’ (ছহীহ মুসলিম, হা/১১৩৪)।

প্রশ্নকারী : সাদেকুর রহমান

ঢাকা।


Magazine