কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬): জীবনবীমায় চাকরি করা জায়েয হবে কি?

উত্তর: কোনো ইন্স্যুরেন্স বা বীমা কোম্পানিতে চাকরি করা যাবে না। কেননা এ কোম্পানিগুলো সূদী কার্যক্রমের উপর পরিচালিত হয়। আর আল্লাহ তাআলা ব্যবসাকে বৈধ করেছেন আর সূদকে হারাম করেছেন (আল-বাকারা, ২/২৭৫)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদদাতা, গ্রহীতা, লেখক ও দুই সাক্ষী সকলকেই লা‘নত করেছেন আর বলেছেন যে, (পাপের দিক দিয়ে) এরা সকলেই সমান (ছহীহ মুসলিম, হা/১৫৯৮)।

প্রশ্নকারী : ইমতিয়াজ

ঢাকা, মুগদা।

Magazine