উত্তর : হ্যাঁ, এমন মহিলা শহীদের মর্যাদা পাবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ছাহাবীগণকে বললেন, ‘তোমরা তোমাদের মধ্যে কাদেরকে শহীদ হিসাবে গণ্য করবে? ছাহাবীগণ বললেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে নিহত হয় সেই শহীদ। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা কম হয়ে যাবে। (আরো শহীদ আছে, তারা হলো) আল্লাহ তাআলার রাস্তায় নিহত ব্যক্তি শহীদ, প্লেগ রোগে নিহত ব্যক্তি শহীদ, পেটের পীড়ায় নিহত ব্যক্তি শহীদ ও প্রসব বেদনায় নিহত মহিলা শহীদ’ (মুসনাদে আহমাদ, হা/১০৭৭২; ইবনু মাজাহ, হা/২৮০৪)। উক্ত হাদীছ থেকে প্রমাণিত হয় যে, এই উম্মতের যে সকল মহিলা সন্তান প্রসবের সময় মৃত্যুবরণ করে, সে শহীদের মর্যাদা পাবে।
প্রশ্নকারী : মাসুম মাহমুদ
নরসিংদী।