উত্তর: না, এই টাকা নেওয়া যাবে না। এটা স্পষ্ট সূদ। পণ্য বা অর্থের বিনিময়ে প্রদেয় অতিরিক্ত হুবহু পণ্য বা অর্থই হলো সূদ (রিবা)। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সূদ খেয়ো না। আল্লাহকে ভয় করো। তাহলে তোমরা সফল হতে পারবে’ (আলে ইমরান, ৩/১৩০)। তিনি আরও বলেন, ‘আল্লাহ সূদকে মিটিয়ে দেন এবং ছাদাকাকে বাড়িয়ে দেন’ (আল-বাকারা, ২/২৭৬)। তিনি বলেন, ‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সূদকে হারাম করেছেন’ (আল-বাকারা, ২/২৭৫)। আবূ সাঈদ খুদরী রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বেলাল রযিয়াল্লাহু আনহু কিছু বারনী খেজুর (উন্নতমানের খেজুর) নিয়ে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসেন। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ‘এগুলো কোথায় পেলে?’ বেলাল রযিয়াল্লাহু আনহু বললেন, আমাদের নিকট কিছু নিকৃষ্ট মানের খেজুর ছিল। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে খাওয়ানোর উদ্দেশ্যে তা দুই ছা এর বিনিময়ে এক ছা কিনেছি। একথা শুনে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘হায়! হায়! এটা তো একেবারে সূদ! এটা তো একেবারে সূদ! এরূপ করো না। যখন তুমি উৎকৃষ্ট খেজুর কিনতে চাও, তখন নিকৃষ্ট খেজুর ভিন্নভাবে বিক্রি করে দাও। তারপর সে মূল্যের বিনিময়ে উৎকৃষ্ট খেজুর কিনে নাও’ (ছহীহ বুখারী, হা/২৩১২)।
প্রশ্নকারী : ওয়াসিম
উত্তর দিনাজপুর, ভারত।