কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : অমুসলিমরা কি কুরআন স্পর্শ করতে ও পড়তে পারবে?

উত্তর : না, অমুসলিমরা কুরআন স্পর্শ করতে ও পড়তে পারবে না। মহান আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ, নিশ্চয় মুশরিকরা নাপাক, সুতরাং তারা যেন মসজিদুল হারামের নিকটবর্তী না হয় (আত-তওবা, ৯/২৮)। অন্যত্র বর্ণিত হয়েছে, ‘পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কুরআন স্পর্শ করবে না‘ (আল-ওয়াক্বিআ, ৫৬/৭৯)। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের কর্তৃক কুরআন অসম্মানের ভয়ে কুরআন নিয়ে কাফেরদের দেশে যেতে নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত যে, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন সঙ্গে নিয়ে শত্রুর দেশে সফর করতে নিষেধ করেছেন (ছহীহ বুখারী, হা/২৯৯০, ছহীহ মুসলিম, হা/৪৯৪৭)।

প্রশ্নকারী : শাহাদত

 আত্রাই, নওগা।


Magazine