কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১): হজ্জ পালনরত অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে কি তার জন্য বিশেষ কোনো ফযীলত রয়েছে?

উত্তরহ্যাঁ, হজ্জ পালনরত অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে তার জন্য বিশেষ ফযীলত রয়েছে। আরাফার মাঠে জনৈক ছাহাবী ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করলে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমরা তাকে বরই পাতা ও পানি দিয়ে গোসল করাও, তাকে দুটি কাপড়ে অর্থাৎ ইহরামের দুটি কাপড়ে কাফন পরাও, তাকে সুগন্ধি লাগিয়ো না এবং মাথা ঢেকে দিয়ো না। কেননা কিয়ামতের দিন তাকে তালবিয়া পাঠরত অবস্থায় উঠানো হবে’ (ছহীহ বুখারী, হা/১২৬৫; ছহীহ মুসলিম, হা/১২০৬)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ‘যে ব্যক্তি হজ্জের উদ্দেশ্যে বের হলো। অতঃপর মারা গেল। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হজ্জের ছওয়াব লিখে দিবেন। অনুরূপভাবে যে ব্যক্তি উমরার উদ্দেশ্যে বের হলো। অতঃপর মারা গেল। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার আমলনামায় উমরার ছওয়াব লিখে দিবেন’ (মুসনাদে আবী ইয়ালা, ৪/১৫০৫; সিলসিলা ছহীহা, হা/২৫৫৩)।

প্রশ্নকারী : কামাল হোসেন

কুষ্টিয়া।


Magazine