উত্তর: ছবি ঘরে থাকলে ফেরেশতা প্রবেশ করবে না, এ কথাই ঠিক। আবূ তালহা রাযিয়াল্লাহু আনহু সূত্রে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, ‘যে বাড়িতে কুকুর এবং প্রাণীর ছবি থাকে তাতে ফেরেশতামণ্ডলী প্রবেশ করে না’ (ছহীহ বুখারী, হা/৩৩২২)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কোনো বালিশ বা গদিতে ছবি দেখে দরজার বাহিরেই দাঁড়িয়ে থেকেছেন, ভেতরে প্রবশে করেননি (ছহীহ বুখারী, হা/৫১৮১)। ছবিযুক্ত কাপড় দেখে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাযিয়াল্লাহু আনহু-এর বাড়ি থেকে ফিরে এসেছেন, দাওয়াত গ্রহণ করেননি (ইবনু মাজাহ, হা/৩৩৬০)। ছবির কারণে উমার রাযিয়াল্লাহু আনহু বিত্তশালী খ্রিষ্টানের বাসায় দাওয়াত কবুল করেননি। তবে টাকার বিষয়টি নিরুপায়। তাই ঘরের যত্রতত্র টাকা ফেলে রাখা বা ছালাত আদায় করা যাবে না।
প্রশ্নকারী : সারোয়ার
লালমনিরহাট।