উত্তর: কোনো ব্যক্তি যদি কোনো মহিলাকে বিবাহ করে এবং তার সাথে সহবাস করে তাহলে সেই মহিলার রক্তসর্ম্পকীয় বা দুগ্ধসর্ম্পকীয় সব মেয়ে তার জন্য হারাম হয়ে যাবে। কিন্তু শুধু বিবাহের পরে সহবাসের পূর্বে যদি তালাক দিয়ে দেয় বা সেই মহিলা মারা যায় তাহলে তার মেয়েরা ঐ পুরুষের জন্য হারাম হয়ে যাবে না। আল্লাহ বলেন, ‘তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে মিলিত হয়েছ তার পূর্ব স্বামীর ঔরসজাত মেয়ে যারা তোমাদের তত্ত্বাবধানে আছে, কিন্তু যদি তাদের সাথে তোমরা সহবাস না করে থাক, তবে (তাদের বদলে তাদের মেয়েদেরকে বিয়ে করলে) তোমাদের প্রতি গুনাহ নেই’ (আন-নিসা, ৪/২৩)।
সুতরাং বিবাহের পর যদি সহবাস হয়ে থাকে তাহলে তিনি মাহরাম বিবেচিত হবেন এবং ফেতনার আশংকা না থাকলে মাহরামের সাথে যেভাবে চলাফেরা করা যায় সেভাবে চলাফেরা করা যাবে।
প্রশ্নকারী : তানভীর
জয়দেবপুর, গাজীপুর।