কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : ছিয়াম থাকাবস্থায় দিনের বেলায় টুথপেষ্ট ব্যবহার করে ব্রাশ করা যাবে কি?

উত্তর : ছিয়াম অবস্থায় যেকোন সময় মিসওয়াক বা দাঁতন করা যায়। মিসওয়াক করা যাবে না মর্মে সমাজে যে কথা প্রচলিত আছে, তা সঠিক নয়। বরং টুথপেষ্ট কিংবা মাজন দিয়ে, কাঁচা অথবা শুকনা ডাল দ্বারা ছিয়াম অবস্থায় মিসওয়াক করা যাবে। এমতাবস্থায় মিসওয়াক কিংবা টুথপেষ্ট, মাজনের স্বাদ আস্বাদন অনুভব হলেও ছিয়ামের ক্ষতি হবে না। কুরআন ও হাদীছে ওযূর সময় দাঁতন ব্যবহার  করাতে কোন নিষেধ বর্ণিত হয়নি। তবে ওযূতে নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধানতার কথা রয়েছে। স্বজোরে নাকে পানি টান দেওয়া যাবে না। আমের ইবনু রাবী‘আহ রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ছিয়াম থাকবস্থায় অসংখ্য বার মিসওয়াক করতে দেখেছি। আবূ হুরাইরাহ্ রযিয়াল্লাহু আনহু নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমার উম্মাতের জন্য যদি কষ্টকর মনে না করতাম তাহলে প্রতিবার ওযূর সময়ই আমি তাদের মিসওয়াকের নির্দেশ দিতাম। জাবের রযিয়াল্লাহু আনহু এবং যায়েদ ইবনু খালেদ রযিয়াল্লাহু আনহু-এর সূত্রে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ বর্ণিত হয়েছে এবং তিনি ছিয়ামপালনকারী এবং ছিয়ামপালনকারী নয়, তাদের মধ্যে কোন পার্থক্য করেননি। আয়েশা রযিয়াল্লাহু আনহা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে, মিসওয়াক করায় রয়েছে মুখের পবিত্রতা ও আল্লাহর সন্তুষ্টি। ‘আত্বা রহিমাহুল্লাহ এবং কাতাদাহ রহিমাহুল্লাহ বলেছেন, ছিয়ামপালনকারী তার মুখের থুথু গিলে ফেলতে পারে (ছহীহ বুখারী, ৩য় খ. পৃ.৩১; ছিয়াম অধ্যায়)।

প্রশ্নকারী : সাজ্জাদুল কারীম, ঢাকা।



Magazine