কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫): অচেনা এলাকায় মসজিদে ব্যাগ হারিয়ে যেতে পারে এমন আশঙ্কা করছি। এমতাবস্থায় কি কাঁধে ব্যাগ বহন করে ছালাত আদায় করা যাবে?

উত্তর: কাঁধে, পিঠে বা অন্য কোনো স্থানে ব্যাগ বহন করা অবস্থায় ছালাত আদায় করতে কোনো বাধা নেই। যদি ব্যাগে অপবিত্র কিছু না থাকে এবং বহনকৃত অবস্থায় ছালাতের ওয়াজিবসমূহ আদায় করতে কোনো সমস্যা না হয়। আবূ কাতাদাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাতরত অবস্থায় তাঁর নাতনি আবূল আছ ইবনুর রাবী–এর ঔরশজাত কন্যা উমামা বিনতু যায়নাবকে কাঁধে উঠিয়ে ছালাত আদায় করেছিলেন। তিনি যখন দাঁড়াচ্ছিলেন তাকে উঠিয়ে নিচ্ছিলেন, আবার যখন সাজদাতে যাচ্ছিলেন তখন নামিয়ে রাখছিলেন (ছহীহ বুখারী, হা/৫১৬; ছহীহ মুসলিম, হা/১০৯৯)। তবে একজন মুমিনের কর্তব্য হলো খুশূ-খুযূসহ ছালাত আদায় করা এবং খুশূ-খুযূ নষ্ট করে এমন সব জিনিস থেকে নিজেকে দূরে রাখা।
প্রশ্নকার : সিয়াম        
আক্কেলপুর, জয়পুরহাট।

Magazine