কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : বাংলাদেশে শরীয়া মোতাবেক পরিচালিত ইসলামী ব্যাংকগুলোতে টাকা রেখে ল্যভাংশ নিলে তা সূদ হবে কি?

উত্তর : ইসলামী ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের সাথে সামঞ্জস্য বজায় রেখে চলতে হয়। আর বাংলাদেশ ব্যাংক সরাসরি সূদের সাথে জড়িত। অতএব ইসলামী ব্যাংক হতে প্রদত্ত লভ্যাংশও সূদের অন্তর্ভুক্ত। তাই তা গ্রহণ করা যাবে না। কেননা ইসলামী শরীয়াতে সূদ হারাম। মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ ব্যবসা হালল করেছেন এবং সূদ হারাম করেছেন’ (আল-বাক্বারা, ২৭৫)। জাবের রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদগ্রহণকারী ও সূদপ্রদানকারী এবং সূদের লেখক ও সাক্ষীদ্বয়ের উপর লা’নত করেছেন (ছহীহ মুসলিম, হা/১৫৯৮)। আর সন্দেহযুক্ত বিষয় হতে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেন, مَنِ اتَّقَى الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِى الشُّبُهَاتِ وَقَعَ فِى الْحَرَامِ ‘যে সন্দেহযুক্ত বিষয় হতে নিজেকে মুক্ত করল সে তার সম্মান ও দ্বীনকে রক্ষা করল। আর যে সন্দেহযুক্ত বিষয়ে জড়াল সে হারামে পতিত হলো’ (ছহীহ বুখারী, হা/৫২; ছহীহ মুসলিম, হা/১৫৯৯)। অপর বর্ণনায় এসেছে, তোমার কাছে যা সন্দেহ মনে হয় তা পরিত্যাগ করো এবং সন্দেহ মুক্ত জিনিস গ্রহণ করো (নাসাঈ, হা/৫৭১১; মিশকাত, হা/২৭৭৩)।

প্রশ্নকারী : মোস্তাফিজুর রহমান

শিরোইল, মাষ্টার পাড়া, রাজশাহী।

Magazine