কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১): যারা কৃপণতাবশত যাকাত দেয় না, তাদের বিধান কী?

উত্তর: যারা যাকাতের বিধানকে অস্বীকার করে না, বরং কৃপণতাবশত যাকাত দেয় না তারা ফাসিক ও কবীরা গুনাহকারী। আল্লাহ তাআলা বলেন, ‘আর যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। যেদিন জাহান্নামের আগুনে সেগুলোকে উত্তপ্ত করা হবে এবং সেসব দিয়ে তাদের কপাল, পাঁজর আর পিঠে দাগ দেয়া হবে, বলা হবে, এগুলোই তা যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করতে। কাজেই তোমরা যা পুঞ্জীভূত করেছিলে তার স্বাদ ভোগ করো’ (আত-তাওবা, ৯/৩৪-৩৫)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সোনা-রূপার মালিক যেসব লোক এর হক্ব (যাকাত) আদায় করে না কিয়ামতের দিন তার এই সোনা-রূপা দিয়ে আগুনের অনেক পাত বানানো হবে, তারপর সেগুলো জাহান্নামের আগুনে গরম করা হবে। অতঃপর সেগুলো দিয়ে তার কপাল, পার্শ্বদেশ ও পিঠে দাগ দেওয়া হবে। যখনই ঠান্ডা হয়ে যাবে পুনরায় আবার তা উত্তপ্ত করা হবে। এরূপ করা হবে এমন এক দিনে যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছরের সমান। লোকদের বিচার শেষ না হওয়া অবধি তার এরূপ শাস্তি চলতে থাকবে। তারপর সে তার পথ ধরবে জান্নাত অথবা জাহান্নামের দিকে’ (ছহীহ মুসলিম, হা/৯৮৭)।

প্রশ্নকারী : রুবেল ইসলাম

রংপুর।


Magazine