কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩): হাসপাতালে চলাচলের সময় বোরকায় ময়লা লাগতে পারে। এই বোরকা পরে ছালাত হবে কি?

উত্তর: শরীআতে সন্দেহ ধর্তব্য নয়। সুতরাং লাগতে পারে এজন্য বোরখা খোলা আবশ্যক নয়। ছালাত কবুল হওয়ার হওয়ার একটি শর্ত হলো মুছল্লীর শরীর ও পোশাক পবিত্র থাকা। আল্লাহ তাআলা বলেন, ‘আর আপনার পরিচ্ছদ পবিত্র করুন’ (আল-মুদ্দাচ্ছির, ৭৪/৪)। তবে কোথাও চলাচলের সময় শুকনো ময়লা লাগলে তাতে ছালাত আদায় করা যাবে। ইবরাহীম ইবনু আব্দুর রহমান ইবনু আওফের উম্মু ওয়ালাদ থেকে বর্ণিত, তিনি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রী উম্মু সালামা রাযিয়াল্লাহু আনহা-কে বলেন, আমার আঁচল ঝুলিয়ে রাখি এবং আমি আবর্জনার স্থানে চলাচল করে থাকি। উম্মু সালামা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এর পরবর্তী স্থান এ আঁচলকে পবিত্র করে দেয়’ (আবূ দাঊদ, হা/৩৮৩)। যদি কেউ নোংরা জায়গা দিয়ে হাঁটে তাহলে তার পা ধোয়া জরুরী নয়, তবে যদি তরল কোনো নাজাসাত লাগে শুধু সেটুকু ধুয়ে ফেলতে হবে (তিরমিযী, ১/১৪৩)। 

প্রশ্নকারী : সুমাইয়া আফরিন।



Magazine