উত্তর: কুমির হালাল প্রাণী নয়। এটি জলের হিংস্র প্রাণীর অন্তর্ভুক্ত। কেননা হিংস্র প্রাণীর ন্যায় তার বড় বড় দাঁত রয়েছে। এছাড়াও কুমির একটি উভচর প্রাণী অর্থাৎ এরা জলে ও স্থলে উভয় জায়গায় থাকতে পারে। বড় বড় দাঁত ও নখ বিশিষ্ট হিংস্র প্রাণী খেতে ইসলামে নিষেধ করা হয়েছে। ইবনু আব্বাস h হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রকার দাঁতওয়ালা হিংস্র প্রাণী এবং নখধারী পাখি (খেতে) নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/১৯৩৪)। অন্য বর্ণনায় এসেছে, ‘দন্ত বিশিষ্ট সকল হিংস্র পশুর গোশত খাওয়া হারাম’ (ছহীহ মুসলিম, হা/১৯৩৩)।
প্রশ্নকারী : মাহবুবুর রহমান
হামচর, চাঁদপুর।