উত্তর: মেয়েদের মাসিকের সর্বনিম্ন বা সর্বোচ্চ সময় নির্ধারিত নয়। বরং তা তাদের ব্যক্তিগত অবস্থার উপর নির্ভর করে। আল্লাহ তাআলা বলেছেন, লোকেরা তোমাকে ঋতু সর্ম্পকে জিজ্ঞাসা করছে। বল, তা অশুচি। কাজেই তোমরা ঋতুকালে স্ত্রী সহবাস হতে বিরত থাক এবং যে পর্যন্ত পবিত্র না হয় সে পর্যন্ত তাদের নিকটবর্তী হয়ো না (আল-বাক্বারা, ২/২২২)। আয়েশা হজ্জের সময় ঋতুবতী হয়ে পড়লে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুমি অপেক্ষা কর, এরপর যখন হায়েয হতে পবিত্র হয়ে যাবে তখন তুমি তানঈম চলে যাও এরপর তালবীয়া পাঠ করতে থাক (ছহীহ বুখারী, হা/১৭৮৭; ছহীহ মুসলিম, হা/১২১১)। উক্ত আয়াত ও হাদীছ হতে স্পষ্টভাবে বুঝা যায় যে, মেয়েদের মাসিকের নির্দিষ্ট কোনো সীমা নেই। তাই কোনো মহিলার যদি তিন দিন পরে মাসিক বন্ধ হয়ে যায় তাহলে সে গোসল করার মাধ্যমে পবিত্র হয়ে ছালাত, ছিয়াম পালন করতে পারে। এতে কোনো অসুবিধা নেই।
প্রশ্নকারী : মোহাম্মদ আব্দুল কাদের
মিরপুর, ঢাকা।