উত্তর : কেউ ধর্ম ত্যাগ করলে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং সে মীরাছ থেকেও বঞ্চিত হয়। এমতাবস্থায় স্বামীকে স্ত্রীর ভরণপোষন দিতে হবে না (মুমতাহিনা, ১০)। উসামাহ ইবনু যায়দ রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মুসলিম কাফেরের উত্তরাধিকারী হয় না আর কাফিরও মুসলিমের উত্তরাধিকারী হয় না’ (ছহীহ বুখারী, হ/৬ে৭৬৪; ছহীহ মুসলিম, হা/১৬১৪)।
প্রশ্নকারী : মামুন হোসেন
কাফরুল থানা-১২১৬, ঢাকা।