উত্তর: কারো শরীরে পা লাগলে সালাম করা বা চুম্বন করার শারঈ কোনো ভিত্তি নেই। তবে এমতাবস্থায় বিনয় প্রকাশের কোনো ভাষা প্রকাশ করতে পারে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তাকে সুউচ্চ মর্যাদা দান করেন’ (শুআবুল ঈমান, হা/৭৭৯০)।
প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।