কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : মাথা মুন্ডন করা উত্তম নাকি মাথার চুল ছোট করাই বেশী উত্তম?

উত্তর: পুরুষদের জন্য মাথা মুন্ডন করাই উত্তম। কেননা নাবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন, আর তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ! মাথা মুণ্ডনকারীদেরকে ক্ষমা করুন। ছাহাবীগণ বললেন, হে আল্লাহর রসূল! চুল খাটোকারীদের (ক্ষমার জন্য দু’আ করুন)। তিনি বললেন, হে আল্লাহ! মাথা মুণ্ডনকারীদের ক্ষমা করুন। তারা বললেন, হে আল্লাহর রসূল! চুল খাটোকারীদেরও। তিনি বললেন, হে আল্লাহ! মাথা মুণ্ডনকারীদের মাফ করুন। তারা বললেন, হে আল্লাহর রসূল! চুল খাটোকারীদেরও। তিনি বললেন, চুল খাটোকারীদেরও (ক্ষমা করুন) (ছহীহ বুখারী, হা/১৭২৮, ছহীহ মুসলিম, হা/১৩০২)। আর মহিলাদের জন্য চুল খাটো করা উত্তম। কেননা ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের মাথার চুল মন্ডন করার প্রয়োজন নেই। বরং তারা চুল কাটবে (আবূ দাউদ, হা/১৯৮৪, ত্ববারানী কাবীর, হা/১৩০১৮)।

প্রশ্নকারী :  আখতার হোসেন

পটুয়াখালী।


Magazine