কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২) : আমরা জানি যে, উৎপাদিত ফসল ১৮ মণ ৩০ কেজি হলে সেচ প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত ফসলে বিশ ভাগের এক ভাগ এবং বৃষ্টি কিংবা প্রাকৃতিক পানির মাধ্যমে উৎপাদিত ফসলে দশ ভাগের এক ভাগ যাকাত (ওশর) দিতে হয়। কিন্তু আমরা এই ভাগের ওশর সবাইকে সমানভাবে দিচ্ছি না। বরং কাউকে ৫ কেজি, কাউকে ৩ কেজি, বা কাউকে ১ কেজি করে দিচ্ছি। এই বণ্টন কি শরীয়ত সম্মত?

উত্তর : ওশর এক প্রকারের যাকাত যা ফসল কর্তনের দিন বের বা প্রদান করতে হয়। মহান আল্লাহ বলেন,وَآتُوا حَقَّهُ يَوْمَ حَصَادِهِ ‘তোমরা ফসল কাটার দিনে তার হক্ব (যাকাত) দিয়ে দাও’ (আল-আন’আম, ০৬/১৪১)। ওশর এবং অন্যান্য যাকাত বণ্টনের খাত একই। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয় ছাদাক্বা হচ্ছে ফকীর ও মিসকীনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য; (তা বণ্টন করা যায়) দাস আযাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়’ (আত-তওবা, ০৯/৬০)। এই আট খাতেই যাকাত বণ্টন করতে হবে। তবে বণ্টনের ক্ষেত্রে ব্যক্তি ও তার প্রয়োজনের ভিত্তিতে কম-বেশ হতে পারে।

প্রশ্নকারী : দিলশাদ ইসলাম

পীরগঞ্জ, রংপুর।


Magazine