উত্তর: জী; হাদীছটি ছহীহ। উবাই ইবনু কা‘ব রযিয়াল্লাহু আনহু-এর শস্য মাড়াইয়ের স্থান থেকে শস্য কমে যাওয়ার ঘটনায় জিনটি তখন কা‘ব রা.-কে বলল, مَنْ قَالَهَا حِيْنَ يُمْسِيْ؛ أُجِيْرَ مِنَّا حَتَّى يُصْبِحَ؛ وَمَنْ قَالَهَا حِيْنَ يُصْبِحُ أُجِيْرَ مِنَّا যে ব্যক্তি তা (আয়াতুল কুরসী) সন্ধ্যায় বলবে, তাকে আমাদের অনিষ্ট থেকে রক্ষা করা হবে। আর যে ব্যক্তি তা সকালে বলবে, তাকে আমাদের অনিষ্ট থেকে রক্ষা করা হবে (ছহীহ তারগীব ওয়াত-তারহীব, হা/৬৬২; আল মু‘জামুল কাবীর- ত্ববারানী, হা/ٰ৫৪১)।
প্রশ্নকারী : মো: মিনহাজ পারভেজ
হড়গ্রাম, রাজশাহী।