উত্তর: সৌন্দর্য বৃদ্ধির জন্য আল্লাহ প্রদত্ত স্বাভাবিক আকৃতির পরিবর্তন করা জায়েয নয়। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ অভিশাপ করেছেন উল্কি অঙ্কনকারিনী ও উল্কি অঙ্কনের প্রার্থীকে, ভ্রু প্ল্যাক (চিকন) কারিনীকে আর সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁত সরুকারিনীকে; যারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে’ (ছহীহ বুখারী, হা/৫৯৩১)। হাদীছে বর্ণিত ‘সৌন্দর্য বৃদ্ধির জন্য’ শব্দ দ্বারা প্রমাণিত হয় যে, সৌন্দর্য বৃদ্ধির নিয়তে এমন কাজ করা নিষিদ্ধ। তবে দাঁতের কোনো ত্রুটির কারণে চিকিৎসা হিসেবে যদি কিছু করা হয়, তাহলে তাতে কোনো সমস্যা নেই (ফাতহুল বারী, ১০/৩৭২; শারহুন নববী, ১৪/১০৭)।
প্রশ্নকারী : মুন
রাজশাহী।