কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২) : পুরুষের জন্য কোন রং এর পোশাক পরিধান করা হারাম ?

উত্তর : পুরুষদের জন্য সকল রং এর পোশাক পরিধান করা বৈধ। তবে হলুদ রঙের কাপড় পরা পুরুষদের জন্য অবৈধ। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আছ রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিহিত হলুদ রঙের দুটি পোশাক দেখে বললেন, ‘এগুলো কাফেরদের পোশাক। তুমি এসব পরবে না’ (মুসলিম, হা/২০৭৭; মিশকাত, হা/৪৩২৭)। আনাস রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের জন্য জা‘ফরান রং ব্যবহার নিষিদ্ধ করেছেন (বুখারী, হা/৫৮৪৬; মুসলিম, হা/২১০১; মিশকাত, হা/৪৪৩৪)। লাল রং এর পোশাক জায়েয হলেও তা থেকে বেঁচে থাকাই ভালো। আলী ইবনু আবূ ত্বালেব রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার বন্ধু আমাকে তিনটি কাজ হতে বারণ করেছেন। আমি বলি না যে, লোকদের নিষেধ করেছেন। তিনি আমাকে নিষেধ করেছেন সোনার আংটি পরিধান করতে, রেশম মিশ্রিত কাপড়, কুসুম রঙের কাপড় এবং গাঢ় লাল রঙের কাপড় পরিধান করতে। আর আমি যেন রুকূ এবং সিজদা অবস্থায় কুরআন তেলাওয়াত না করি (নাসাঈ, হা/১১১৮)। তবে লাল ও হলুদের সাথে অন্য রং মিশ্রিত থাকলে উক্ত পোশাক পরিধানে কোনো বাধা নেই (আল-মাজমূউ ইমাম নববী, ৪/৩৩৭)।

প্রশ্নকারী : জিল্লুর রহমান

মিরপুর, ঢাকা।


Magazine