উত্তর : ঈদের ছালাতে বের হওয়ার পূর্বে ফিতরা বের করতে হবে। তবে ঈদুল ফিতরে এক বা দুইদিন পূর্বে বের করা যাবে। ইবনু উমার রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেরা ছালাতের উদ্দেশ্যে (ঈদগাহে) যাওয়ার পূর্বেই আমাদেরকে ছাদাকাতুল ফিতর প্রদান করতে নির্দেশ দিয়েছেন। নাফি’ রহিমাহুল্লাহ বলেন, ইবনু উমার রযিয়াল্লাহু আনহু ঈদের একদিন ও দুইদিন পূর্বেই তা প্রদান করতেন (আবূ দাঊদ, হা/১৬১০,১৬১২)। আব্দুল্লাহ ইবনু উমার রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ঈদের ছালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই ছাদাক্বাতুল ফিতর আদায় করার নির্দেশ দেন (ছহীহ বুখারী, হা/১৫০৩, ১৫০৯; ছহীহ মুসলিম, হা/৯৮৪; আহমাদ, হা/৬৫৪১)।
প্রশ্নকারী : আব্দুর রহমান
ঝিনাইদাহ।