কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : শুনেছি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত যে, অন্যান্য মাসের তুলনায় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শা‘বান মাসে বেশি ছিয়াম পালন করতেন। তাহলে কি পুরোশা‘বানমাস ছিয়াম পালন করা যাবে?

উত্তর : রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শা‘বান মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি ছিয়াম পালন করতেন এ কথা ঠিক। তবে তিনি পুরো শা‘বান মাস অর্থাৎ ৩০ দিন ছিয়াম পালন করতেন না। বরং অল্প কয়েকদিন হলেও শেষের দিকে ছিয়াম রাখা বাদ দিয়েছেন। আয়েশা রযিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে রমাযান ব্যতীত কোনো পূর্ণাঙ্গ মাস ছিয়াম পালন করতে দেখিনি। তবে অন্যান্য মাসগুলোর মধ্যে শা‘বান মাসে তিনি বেশি ছিয়াম পালন করতেন (ছহীহ মুসলিম, হা/১১৫৬; আবূ দাউদ, হা/২৪৩৪)। অপর বর্ণনায় রয়েছে, كَانَ يَصُومُ شَعْبَانَ إِلاَّ قَلِيلاً ‘রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক দিন ব্যতীত পুরো শা‘বান মাস ছিয়াম পালন করতেন’ (ছহীহ মুসলিম, হা/১১৫৬)। উসামা ইবনু যায়েদ রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল! আমি আপনাকে তো শা‘বান মাসে যে পরিমাণ ছওম পালন করতে দেখি বছরের অন্য কোন মাসে সে পরিমাণ ছওম পালন করতে দেখি না। তিনি বললেন, ‘শা‘বান মাস রজব এবং রমাযানের মধ্যবর্তী এমন একটি মাস যে মাসের (গুরুত্ব সম্পর্কে) মানুষ খবর রাখে না অথচ এ মাসে আমলনামাসমূহ আল্লাহ রাব্বুল আলামীনের নিকটে উত্তলোন করা হয়। তাই আমি পছন্দ করি যে, আমার আমলনামা আল্লাহ তা’আলার নিকটে উত্তোলন করা হবে আমার ছওম পালনরত অবস্থায় (নাসাঈ, হা/২৩৫৭)।

প্রশ্নকারী : আব্দুর রহমান

মালোশিয়া।


Magazine