কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২) : অনেকেই বলেন, হজ্জের সময় আরাফার রাতে মুজদালিফায় যদি কেউ বান্দার হক্ব নষ্ট করার কারণে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে তিনি তা ক্ষমা করে দিবেন, এমনকি বিনিময়ে তিনি তাকে আরো অনেক বেশি নেকী দিবেন। এ কথা কি সত্য?

উত্তর : না এমন পাপ ক্ষমা হবে না। কারণ পাপ দুই প্রকার। ১. আল্লাহর সাথে সংশ্লিষ্ট পাপ ও ২. বান্দার সাথে সংশ্লিষ্ট পাপ। আল্লাহর সাথে সংশ্লিষ্ট পাপ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। তবে বান্দার সাথে সংশ্লিষ্ট পাপ আল্লাহ ক্ষমা করেন না, যতক্ষণ বান্দা ক্ষমা না করে। যেমন, ঋণের পাপ (ছহীহ মুসলিম, হা/১৮৮৬; মিশকাত, হা/২৯১২)। আরাফার ময়দানে আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত সকল পাপ চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কেননা আল্লাহ তাআলা এই দিনে সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করে থাকেন (ছহীহ মুসলিম, হা/৩৩৫৪)। কিন্তু বান্দার সাথে সংশ্লিষ্ট পাপ বান্দার কাছেই ক্ষমা নিতে হবে। বান্দা যদি ক্ষমা করে, তাহলে আল্লাহও ক্ষমা করবেন (কুরতুবী, ১৮/২০)। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোনো বিষয়ে যুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ হতে মাফ চেয়ে নেয়, সে দিন আসার পূর্বে যে দিন তার কোনো দ্বীনার বা দিরহাম থাকবে না। সে দিন তার কোনো সৎকর্ম না থাকলে তার যুলুমের পরিমাণ তা তার নিকট হতে নেওয়া হবে আর তার কোনো সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তা তার উপর চাপিয়ে দেওয়া হবে (ছহীহ বুখারী, হা/২৪৪৯; মিশকাত, হা/৫১২৬)।

প্রশ্নকারী : আব্দুর রহীম

পুঠিয়া, রাজশাহী।

Magazine