উত্তর: ইসলামে অ্যালকোহল বা অন্যান্য নিষিদ্ধ পদার্থ যুক্ত সুগন্ধি ব্যবহার করা জায়েয নয়। কেননা প্রত্যেক নেশাদার দ্রব্যই হারাম (ছহীহ বুখারী, হা/৬১২৪)। তবে অ্যালকোহলমুক্ত সুগন্ধি ব্যবহার করা বৈধ, যা আতর নামে পরিচিত। সুগন্ধি রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খুবই প্রিয় ছিল। আনাস রাযিয়াল্লাহু আনহু-এর অন্য বর্ণনায় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমার পৃথিবীর সুগন্ধি আমার কাছে প্রিয় করা হয়েছে’ (সুনানে নাসাঈ, হা/৩৯৩৯)। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, (কেউ তাকে খুশবু হাদিয়া দিলে) তিনি খুশবু ফিরিয়ে দিতেন না এবং বলতেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশবু প্রত্যাখ্যান করতেন না (ছহীহ বুখারী, হা/৫৯২৯)। তবে কোনো নারী সুগন্ধি ব্যবহার করে বাড়ির বাইরে যেতে পারবে না (তিরমিযী, হা/২৭৮৬)।
প্রশ্নকারী: কাওসার জামান
শহীদ জিয়াউর রহমান হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়।