কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : ছালাতে সিজদারত অবস্থায় সিজদার তাসবীহ পড়ার পর আল্লাহর কাছে নিজ মাতৃভাষায় কিছু চাওয়া যাবে কি?

উত্তরছালাতে সিজদারত অবস্থায় সিজদার তাসবীহ পড়ার পর আল্লাহর কাছে নিজ মাতৃভাষায় কিছু চাওয়া যাবে না। কেননা ছালাতে মানুষের পক্ষ থেকে কোনো কথা বলা সম্পূর্ণরূপে হারাম। কারণ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয়ই ছালাত মানুষের কথাবার্তা বলার ক্ষেত্র নয়। এটা কেবল তাসবীহ, তাকবীর ও কুরআন তেলাওয়াতের জন্যই নির্দিষ্ট’ (ছহীহ মুসলিম, হা/৫৩৭, আবূ দাঊদ, হা/৭৯৫; নাসাঈ, হা/১২০৩)। তবে কুনূতে নাযেলায় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ব্যক্তির নাম ধরে তাদের বিরুদ্ধে বদ-দু‘আ করেছেন (ছহীহ বুখারী, হা/৮০৪; ছহীহ মুসলিম, হা/৬৭৫; মিশকাত, হা/১২৮৮)। তাই কুরআন ও হাদীছে বর্ণিত দু‘আগুলোই পড়া উচিত। এরপরও যদি কেউ আরও বেশি দু‘আ করতে চায়, তাহলে ছালাতের সালাম ফিরানোর পর দুই হাত তুলে একাকী নিজ ভাষায় দু‘আ করবে। কেননা দুই হাত তুলে দু‘আ করলে আল্লাহ বান্দার খালি হাত ফেরিয়ে দিতে লজ্জাবোধ করেন (তিরমিযী, হা/৩৫৫৬)।

প্রশ্নকারী : মো. নূর হাসান

শেরপুর, ময়মনসিংহ।


Magazine