কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩) : শিশু ৩/৪ বছর পর্যন্ত মায়ের দুধ পান করলে পাপ হবে কি?

উত্তর : সন্তানকে পূর্ণ দুই বছর দুধ খাওয়ানো যাবে। তবে পিতা-মাতা ইচ্ছা করলে দুই বছরের কম-বেশীও করতে পারে। তাতে কোন পাপ হবে না (সূরা বাক্বারাহ : ২৩৩; তাফসীর ইবনে কাছীর ২/৩৪২ পৃঃ)। দুই বছরের বিষয়টি দুধ মা প্রমাণের জন্য। নিজ বাচ্চাকে মা প্রয়োজন মত দুধ পান করাবে।

প্রশ্নকারী : মোফাজ্জল

গাজীপুর।


Magazine