কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯): ছেলেদের জন্য রূপার আংটি বা চেইন পড়া কি জায়েয?

উত্তর: পুরুষের জন্য রূপার আংটি ব্যবহার করা জায়েয। আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের একটি আংটি ব্যবহার করেন। আংটির মোহর হাতের তালুর দিকে ঘুরিয়ে রাখেন। লোকেরা ঐ রকমই আংটি ব্যবহার করা শুরু করল। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের আংটিটি ফেলে দিয়ে রৌপ্যের আংটি বানিয়ে নিলেন (ছহীহ বুখারী, হা/৫৮৬৫)। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রৌপ্যের একটি আংটি তৈরি করেন। সেটি তাঁর হাতে ছিল। এরপর তা আবূ বকর রাযিয়াল্লাহু আনহু-এর হাতে আসে। অতঃপর তা উমার রাযিয়াল্লাহু আনহু-এর হাতে আসে। অতঃপর তা উছমান রাযিয়াল্লাহু আনহু-এর হাতে আসে। শেষ পর্যন্ত তা আরীস নামক এক কূপের মধ্যে পড়ে যায়। তাতে অঙ্কিত ছিল محَمَّدٌ رَسُوْل الله ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ (ছহীহ বুখারী, হা/৫৮৭৩)। তবে পুরুষের জন্য মহিলার সদৃশ রূপা বা অন্য কোনো ধাতুর তৈরি চেইন ব্যবহার করা যাবে না। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাদৃশ্য গ্রহণকারী পুরুষ এবং পুরুষদের সাদৃশ্য গ্রহণকারী নারীর প্রতি অভিসম্পাত করেছেন (ছহীহ বুখারী, হা/৫৮৮৫)।

প্রশ্নকারী : ইসমাইল শরিফ

ছনগাঁও, কুমিল্লা।

Magazine