কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : আমি একজন ছাত্র। আমি সালাফী মানহাজের অনুসরণ করি- আল-হামদুলিল্লাহ।আমার দাড়ি খুব লম্বা; বুকের নিচ পর্যন্ত এবং নিচের দিকে লাল হয়ে গেছে। এখনআমি কি দাড়ি কিছুটা ছেটে নিতে পারব?

উত্তর: রাসূলের কওলী (বক্তব্য) ও ফে‘লী (কর্মগত) উভয় প্রকার হাদীছ দ্বারা সাবস্ত্য যে, দাড়ি পরিপূর্ণভাবে রাখতে হবে। যা কোনো প্রকার ছাটা বা কাটা জায়েয নয়। ইবনু উমার রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা মুশরিকদের বিপরীত কর, পরিপূর্ণভাবে দাড়ি ছাড় এবং মোচ খাট কর’ (ছহীহ বুখারী, হা/৫৮৯২; ছহীহ মুসলিম, হা/২৫৯)। ইমাম নববী রহিমাহুমুল্লাহ বলেন, এ ব্যাপারে সর্বমোট পাঁচটি হাদীছ বর্ণিত হয়েছে, যার প্রত্যেকটিতে দাড়িকে তার নিজ অবস্থায় রেখে দেওয়ার কথা বলা হয়েছে। অতএব দাড়ির শেষ অংশ হোক কিংবা সাইডের অংশ হোক কোনো অবস্থাতেই তা কাটা যাবে না; যা মূলত রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নতের বিপরীত (ফতওয়ায়ে লাজনা আদ-দায়েমা, ৫/১৩৭; মাজমূআয়ে ফতওয়া ইবনু উছাইমীন, ১১/৮২)। আর তিরমিযীতে দাড়ির লম্বাংশ ও সাইডের অংশ কাটার ব্যাপারে যে হাদীছটি বর্ণিত হয়েছে তা জাল (সিলসিলা যঈফা, হা/২৮৮)। তবে, খুব সমস্যা হলে ভিন্ন কথা।

প্রশ্নকারী : আব্দুল্লাহ

ভালুকা, ময়মনসিংহ।


Magazine