উত্তর: যমযমের পানি হলো বরকতময় এবং রোগের আরোগ্যস্বরূপ। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এই পানি বরকতময় এবং ক্ষুধা নিবারক খাবার’ (ছহীহ মুসলিম, হা/২৪৭৩)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যমিনের উপর সবচেয়ে উত্তম পানি হলো যমযমের পানি। এটি হলো ক্ষুধা নিবারক খাদ্য এবং রোগের আরোগ্য (ছহীহ তারগীব ওয়াত-তারহীব, হা/১১৬১, জামেউছ ছগীর, হা/৫৬৩৩)। যেহেতু যমযমের পানি রোগের আরোগ্য, তাই আরোগ্যের নিয়্যতে এই পানি মুখে ও মাথায় মাসাহ করাতে কোনো সমস্যা নেই।
প্রশ্নকারী : আতিকুল্লাহ
সদর, দিনাজপুর।