কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১): যমযমের পানি সুস্থতার আশায় মুখে মাথায় মাসাহ করা যাবে কি?

উত্তরযমযমের পানি হলো বরকতময় এবং রোগের আরোগ্যস্বরূপ। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এই পানি বরকতময় এবং ক্ষুধা নিবারক খাবার’ (ছহীহ মুসলিম, হা/২৪৭৩)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যমিনের উপর সবচেয়ে উত্তম পানি হলো যমযমের পানি। এটি হলো ক্ষুধা নিবারক খাদ্য এবং রোগের আরোগ্য (ছহীহ তারগীব ওয়াত-তারহীব, হা/১১৬১, জামেউছ ছগীর, হা/৫৬৩৩)। যেহেতু যমযমের পানি রোগের আরোগ্য, তাই আরোগ্যের নিয়্যতে এই পানি মুখে ও মাথায় মাসাহ করাতে কোনো সমস্যা নেই।

প্রশ্নকারী : আতিকুল্লাহ

সদর, দিনাজপুর।


Magazine