কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২) : ‘দাসী তার মুনিবকে জন্ম দিবে’ হাদীছটির ব্যাখ্যা জানতে চাই।

উত্তরহাদীছটির ব্যাখ্যা হলো- ১. দাসী যাকে প্রসব করবে সে এক সময় দাসীর মালিক হবে এবং মালিকানা সূত্রে সে তার সাথে দাসীর মতো ব্যবহার করবে (ফতওয়া ইসলামিয়া, ৪/১২১)। ২. পিতা-মাতার অবাধ্যতা বেড়ে যাবে এবং সন্তান তার মায়ের সাথে মনিব যেমন দাসীর সাথে আচরণ করে তেমন আচরণ করবে তথা সন্তান মাকে অপমান করবে, গালি দিবে, প্রহার করবে, দাসীর মতো ব্যবহার করবে। রব শব্দের মূল অর্থ হলো মালিক। এখানে শব্দটি রূপকার্থে সন্তান অর্থে ব্যবহার হয়েছে (হাশিয়াতুস-সুয়ূতী আলা সুনানিন নাসাঈ, ৮/১০০ পৃ.; শরহু সুনানু ইবনু মাজাহ, ৭ পৃ.; নুকাত আলা- ছহীহিল বুখারী, ২/২১ পৃ.)।

প্রশ্নকারী : আব্দুন নূর

সাপাহার, নওগাঁ।

Magazine