কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : মোবাইল বা ডিজিটাল কোনো ডিভাইসে কুরআন পড়লে কি নেকী কম হবে?

উত্তর : কুরআনের নেকী তেলাওয়াতে হয়। কোনো মাধ্যমে নয়। তবে যে মাধ্যমে তেলাওয়াত করলে মনোযোগ বেশি থাকে সে মাধ্যমেই কুরআন তেলাওয়াত করা উচিত। এর জন্য সবচেয়ে ভালো মুসহাফ দেখে তেলাওয়াত করা। তাই ডিজিটাল ডিভাইস থেকে কুরআন তেলাওয়াত করলে এতে নেকীর কোনো কমবেশি হবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছাহাবীদের যুগে তো সামান্য কয়েক কপি মুসহাফ ছিল। প্রায় সকলেই না দেখে মুখস্থ তেলাওয়াত করতেন। তবে হ্যাঁ, ডিজিটাল ডিভাইস থেকে পড়তে গিয়ে কল, রিংটোন, নোটিফিকেশন ইত্যাদি আসার কারণে যদি মনোযোগ ব্যাহত হয়, তবে অবশ্যই নেকী কম হবে।

প্রশ্নকারী : আবূ তালেব সিদ্দিক

পশ্চিমবঙ্গ, ভারত


Magazine