উত্তর : কাজের যোগ্যতা যেমন একটি যোগ্যতা, তদ্রূপ একাডেমিক যোগ্যতার প্রমাণপত্র সার্টিফিকেটও একটি যোগ্যতা। তাই একাডেমিক যোগ্যতার প্রমাণপত্র নকল করা মূলত জালিয়াতি, ধোঁকাবাজি ও প্রতারণার শামিল। যা সুস্পষ্ট হারাম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি আমাদের ধোঁকা দেয়, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১০১)। তাই নকল সার্টিফিকেট বানিয়ে সেটা দিয়ে চাকরি নেওয়া বৈধ নয়।
প্রশ্নকারী : রোপন চৌধুরী
দিনাজপুর।