উত্তর : না, সমাজে প্রচলিত উক্ত ঘটনাটি সম্পূর্ণ বানাওয়াট, মিথ্যা ও ভিত্তিহীন। মূলত হাবীল-কাবীলের দ্বন্দ্বটি ছিল কুরবানী কবুল হওয়া ও না হওয়া নিয়ে। বোনকে বিবাহ করা নিয়ে নয়। এমর্মে দু’টি ছহীহ বর্ণনা পাওয়া যায়। (১) আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা মেষপালক সন্তানটি সাদা শিংওয়ালা প্রশস্ত চোখবিশিষ্ট একটি মেষ কুরবানী করেন। আর জমি চাষকারী সন্তানটি এক স্তুপ খাদ্য কুরবানী করেন। আল্লাহ মেষটি কবুল করেন এবং তাকে জান্নাতে ৪০ বছর লালনপালন করেন। আর সেটি সেই মেষ যা ইবরাহীম আলাইহিস সালাম সন্তানের বিনিময়ে কুরবানী করেন (তাফসীরে ইবনে কাছীর, সূরা আল-মায়েদা, ২০-২৭ আয়াতের তাফসীর দ্র.)। (২) আব্দুল্লাহ ইবনু আমর রাযিয়াল্লাহু আনহুমা বলেন, আদম আলাইহিস সালাম-এর দু’সন্তান কুরবানী করেছিল। তাদের একজনের কুরবানী কবুল হয়েছিল অপরজনের কুরবানী কবুল হয়নি। দু’জনের একজন ছিল চাষী অপরজন ছিল মেষপালক। মেষপালক তার অতীব প্রিয় সুন্দর মোটাতাজা উত্তম মেষ কুরবানী করেছিল। অপরজন গমের চেয়ে ছোট খুব নিম্নমানের এক শ্রেণির শস্য কুরবানী করেছিল। আল্লাহ মেষপালকের কুরবানী কবুল করেছিলেন। আর চাষীর কুরবানী কবুল করেননি (তাফসীরে ইবনে কাছীর, সূরা আল-মায়েদা, ২০-২৭ আয়াতের তাফসীর দ্র.)।
প্রশ্নকারী : মুশফিকুর রহমান
লালপুর, নাটোর।