উত্তর : মসজিদ আবাদকারীদের গুণাবলি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ‘যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ছালাত আদায় করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না- তারাই আল্লাহর মসজিদসমূহ আবাদ করবে’ (আত-তওবা, ৯/১৮)। অতএব মসজিদ কমিটির সদস্যদের উপরিউক্ত পাঁচটি গুণ থাকা আবশ্যক। এছাড়া কুরআন ও হাদীছে বর্ণিত অন্যান্য গুণাবলি থাকা আবশ্যক। যেমন শিরক ও বিদআতের অনুসারী না হওয়া এবং আমানতদার হওয়া।
প্রশ্নকারী : জামিল
কাতলাসেন, ময়মনসিংহ।