কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : নাপাক অবস্থায় কুরআন স্পর্শ করা যাবে কি?

উত্তর : সর্বদা ওযূ অবস্থায় কুরআন তেলাওয়াত করাই উত্তম (আবূ দাঊদ, হা/১৭)। তবে ছোট ও বড় নাপাক ব্যক্তি এবং ঋতুবতী মহিলারাও কুরআন স্পর্শ করতে পারবে। আর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ‘পবিত্র ব্যক্তি ছাড়া কুরআন স্পর্শ করবে না’ (দারেমী, হা/২২৯১৭)। এখানে পবিত্র ব্যক্তি দিয়ে উদ্দেশ্য হলো মুমিন ব্যক্তি। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু-কে বলেছিলেন, ‘মুমিন ব্যক্তি অপবিত্র হয় না’ (ছহীহ বুখারী, হা/২৮৫, ছহীহ মুসলিম, হা/৩৭১)। সুতরাং মুমিন ব্যক্তি ওযূ অবস্থাতেই থাক অথবা নাপাক অবস্থাতেই থাক সর্বাবস্থায় সে কুরআন স্পর্শ করতে পারবে (নাইলুল আওতার, ১/২৫৯)।

প্রশ্নকারী : শাহাবুর রহমান

ঝিনাইদহ।


Magazine