কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : ছালাতে সালাম ফিরার সময় কি দুই কাঁধের উপর দৃষ্টি দিতে হবে?

উত্তর : সালাম ফিরানোর সময় কোথায় দৃষ্টি রাখতে হবে সে সম্পর্কে সুস্পষ্ট বিবরণ নেই। তবে ডানদিকে কিংবা বামদিকে তাকানোর প্রমাণ পাওয়া যায়। জাবের ইবনু সামুরা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘...যখন তোমাদের কেউ সালাম ফিরাবে, তখন তার পাশেরজনের দিকে তাকাবে, হাত দিয়ে ইশারা করবে না’ (ছহীহ মুসলিম, হা/৪৩১)। নাসাঈর বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনু মাসঊদ রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানদিকে সালাম ফিরানোর সময় বলতেন আসসালামু আলায়কুম ওয়া রহমাতুল্লাহ। এমনকি তার ডান গালের শুভ্রতা দেখা যেত। আবার বামদিকে সালাম ফিরানোর সময় বলতেন আসসালামু আলায়কুম ওয়া রহমাতুল্লাহ। এমনকি তার বাম গালের শুভ্রতা দেখা যেত’ (নাসাঈ, হা/১৩২৫; মিশকাত, হা/৯৫০)। ইবনু রাসলান রহিমাহুল্লাহ বলেন, এই হাদীছে ‘অধিক পরিমাণে ঘুরে তাকানোর প্রমাণ পাওয়া যায়’ (শারহু সুনান আবী দাঊদ লি ইবনি রাসলান, ৫/২৯০)। ইমাম ত্বীবী রহিমাহুল্লাহ বলেন, ‘ডানদিকে কেউ থাকলে যেমন তার দিকে তাকিয়ে সালাম দেয়, সেভাবে ডানদিকে দৃষ্টি ফিরাবে’ (আওনুল মা‘বূদ, ৩/২০২)। তাই সালাম ফিরানোর সময় ডানে-বামে তাকিয়ে সালাম ফিরালেই হবে। কাঁধ কিংবা পাশের জনের দিকে তাকানো জরুরী নয়।

প্রশ্নকারী : মোশাররফ হোসাইন

ধানখোলা, মেহেরপুর।


Magazine