উত্তর: এমনটি করা জায়েয নয়। কেননা শাওয়ালের চাঁদ উঠার পরে ফিতরা ফরয হয়। তাই ফিতরা দেওয়ার সর্বোত্তম সময় হলো, শাওয়ালের চাঁদ উঠা থেকে ঈদের ছালাতে যাওয়ার আগ পর্যন্ত। আর কেউ যদি আগে দিতেই চায়, তাহলে সর্বোচ্চ ঈদের এক-দুইদিন আগে দিতে পারে। নাফে রাহিমাহুল্লাহ বলেন, যারা যাকাতুল ফিতর আদায় করতেন ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা তাদেরকে যাকাতুল ফিতর দিতেন আর তারা ঈদের একদিন বা দুইদিন আগেই আদায় করে দিতেন (ছহীহ বুখারী, হা/১৫১১)।
প্রশ্নকারী : সিহাবুদ্দীন
বগুড়া।