উত্তর: টাখনুর নিচে কাপড় পড়া হারাম। টাখনুর নিচে কাপড় পরার পরিণতি জাহান্নাম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ইযারের যে পরিমাণ টাখনুর নিচে যাবে, সে পরিমাণ জাহান্নামে যাবে’ (ছহীহ বুখারী, হা/৫৩৭১)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ‘যে ব্যক্তি গর্বের সঙ্গে পরনের কাপড় টাখনুর নিম্নভাগে ঝুলিয়ে চলাফেরা করে, কিয়ামতের দিন আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টি দিবেন না’ (ছহীহ বুখারী, হা/৩৬৬৫)। শরীরের উপর থেকে যে কাপড় পরিধান করা হয়, যেমন- জামা, পায়জামা, লুঙ্গি সেগুলো অত্র হাদীছের অন্তর্ভুক্ত। আর যেগুলো পায়ের নিচ দিক থেকে পরিধান করা হয়, যেমন- জুতা, মোজা এগুলো অত্র হাদীছের অন্তর্ভুক্ত নয়। সুতরাং জুব্বা এত লম্বা হওয়া যাবে না, যা টাখনুর নিচে চলে যায়। এমন জুব্বা পরিধান করা যাবে না।
প্রশ্নকারী : মিজানুর রহমান ভূইয়াঁ