কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : নামের পূর্বে ‘হাজী’ বা ‘আলহাজ্জ’ বসালে কি পাপ হবে?

উত্তর : নামের পূর্বে ‘হাজী’ বা ‘আলহাজ্জ’ লেখাতে শারঈ কোনো বাধা নেই। তবে এভাবে না বলাই উত্তম। কেননা এতে অহঙ্কার ও রিয়া তথা লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করার মধ্যে পতিত হওয়ার আশঙ্কা রয়েছে। আর উভয় দৃষ্টিভঙ্গিই হারাম। এর কারণে পরকালে ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ছহীহ হাদীছে এসেছে, ক্বিয়ামতের দিন সর্বপ্রথম তিন ব্যক্তির হিসাব নেওয়া হবে। যাদের একজন আল্লাহর পথে শহীদ হয়েছিল, আরেকজন কুরআন শিক্ষা করেছিল ও মানুষকে শিক্ষা দিয়েছিল এবং তৃতীয়জন আল্লাহর পথে দান-ছাদাক্বাহ করেছিল। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল মানুষের কাছে শ্রেষ্ঠ হওয়া। যেন তাদেরকে ‘শহীদ, ক্বারী-আলেম ও দানবীর’ বলে ডাকা হয়। আল্লাহ বলবেন, দুনিয়াতে তোমাদেরকে তা বলে ডাকা হয়ে গেছে। অতএব এখানে তোমাদের জন্য কিছুই অবশিষ্ট নেই। অতঃপর তাদেরকে মুখের ভরে টেনে-হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে (ছহীহ মুসলিম, হা/১৯০৫; মিশকাত, হা/২০৫)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যার অন্তরে সরিষা পরিমাণ অহঙ্কার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না (ছহীহ মুসলিম, হা/৯১; মিশকাত, হা/৫১০৮)।

প্রশ্নকারী : মনিরুল ইসলাম

পত্নীতলা, নওগাঁ।


Magazine