উত্তর : যারা সুন্দর করে কুরআন পড়তে পারে না বরং পড়তে খুব কষ্ট হয়, ভুল হয়, আটকে যায় তাদের জন্য দ্বিগুণ নেকী রয়েছে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআন পাঠে দক্ষ ব্যক্তি সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে থাকবে। আর যে ব্যক্তি কুরআন পড়ে কিন্তু আটকে যায় এবং কুরআন পড়া তার পক্ষ খুব কষ্টকর হয় তার জন্য দ্বিগুণ নেকী রয়েছে (ছহীহ বুখারী, হা/৪৯৩৭; ছহীহ মুসলিম, হা/৭৯৮; তাহক্বীক্ব মিশকাত, হা/২১১২)।
প্রশ্নকারী : শু‘আইব
কাতলাসেন, ময়মনসিংহ।
