উত্তর : একজন জ্ঞানসম্পন্ন মুসলিম ব্যক্তি চায়লে যেকোনো সময়ে উমরা পালন করতে পারে। উমরা করার জন্য যেমন পূর্বে হজ্জ করা জরুরী নয় তদ্রূপ প্রাপ্ত বয়স হওয়াও জরুরী নয়। বরং হজ্জে গেলে হজ্জের পূর্বে হাজীগণকে উমরা আদায় করতে হয় অথচ তখনো তারা হজ্জ পালন করেনি। ইক্বরিমা ইবনু খালেদ রাহিমাহুল্লাহ ইবনু ইমার রাযিয়াল্লাহু আনহুমা–কে হজ্জ পালনের পূর্বে উমরা পালন সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, তাতে কোনো সমস্যা নেই। ইক্বরিমা রাহিমাহুল্লাহ বলেন, ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা আরো বললেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জ পালনের পূর্বে উমরা পালন করেছেন (ছহীহ বুখারী, হা/১৭৭৪)। অপর বর্ণনায় রয়েছে, আল্লাহর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে চারবার উমরা পালন করেছেন (ছহীহ বুখারী, হা/১৭৭৬; ছহীহ মুসলিম, হা/১২৫৫-২১৯৭)। উল্লেখ্য যে, নাবালেগ সন্তান যার উপর ছালাত, ছিয়াম, হজ্জ কিছুই ফরয হয়নি সে চায়লেও হজ্জ, উমরা করতে পারে। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওহা নামক স্থানে একদল আরোহীর সাক্ষাৎ পেলেন এবং তিনি বললেন, তোমরা কোন সম্প্রদায়ের লোক? তারা বলল, আমরা মুসলিম। তারা জিজ্ঞাসা করল, আপনি কে? তিনি বললেন, আল্লাহর রাসূল। এরপর এক মহিলা তাঁর সামনে একটি শিশুকে তুলে ধরে জিজ্ঞাসা করল, এর জন্য হজ্জ আছে কি? তিনি বললেন, হ্যাঁ; এবং তোমার জন্য এর ছওয়াব রয়েছে। (ছহীহ মুসলিম, ‘শিশুর হজ্জ শুদ্ধ অধ্যায়’ হা/১৩৩৬; মুসনাদে আহমাদ, হা/১৮৯৮-৩১৮৭ )।
-বেলকুচি
সিরাজগঞ্জ।