কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪): ছিয়াম ভঙ্গকারী জিনিসগুলো কী কী?

উত্তর: ছিয়াম ভঙ্গকারী জিনিসগুলো হলো১. সহবাস করা২. খাদ্য গ্রহণ করা৩. পানীয় গ্রহণ করা, ৪. উত্তেজনার সাথে বীর্যপাত হওয়া৫. খাদ্যের অন্তর্ভুক্ত এমন কিছু গ্রহণ করা। যেমন- সেলাইন ইত্যাদি, ৬. ইচ্ছাকৃতভাবে বমি করা এবং ৭. হায়েয বা নেফাসের রক্ত প্রবাহিত হওয়া (সূরা বাকারা, ২/১৮৭; লিকাউল বাবিল মাফতুহ লি উছায়মীন, ৫/২২২)।

প্রশ্নকারী : খলিল আহমাদ

বরিশাল।


Magazine