উত্তর : মসজিদ আল্লাহর ঘর। মসজিদ ইবাদতের পবিত্র স্থান। তাই মসজিদ আবাদ করবে মুমিন-মুত্তাকী বান্দাগণ (আত-তাওবা, ৯/১৮)। হারাম অর্থ দিয়ে মসজিদ সুন্দর ও চাকচিক্য করার কোনোই প্রয়োজন নেই। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মসজিদ ছিল খেজুর পাতা দিয়ে নির্মিত। বৃষ্টি হলে পানি পড়ে কর্দমাক্ত হয়ে যেত। কিন্তু ঈমানে-আমলে সেই লোকগুলো পৃথিবীর সর্বশ্রেষ্ট মানুষ। তাছাড়া মক্কার মুশরিকরা যখন কা‘বাঘর পুনর্নির্মাণ করে, তখন অমুসলিম হওয়া সত্ত্বেও তারা হালাল অর্থ ছাড়া কোনো হারাম অর্থ তাতে কাজে লাগায়নি। এমনকি হালাল অর্থের সঙ্কট দেখা দিলে তারা মসজিদের সীমানা কমিয়ে দিয়েছিল। তথাপি হারাম অর্থ মিশ্রণ করেনি। তাই দায়িত্বশীলদের সচেতন থাকতে হবে মসজিদে হারাম অর্থ নয়। বরং হালাল অর্থ দিয়েই নির্মাণ করতে হবে। তবে কেউ যদি মসজিদে হারাম অর্থ দান করে ফেলে তাতে দানকারী কোনো নেকী পাবে না, কিন্তু তাতে ছালাত হয়ে যাবে।
প্রশ্নকারী : ওয়াকার ইউনুস
সৈয়দপুর নীলফামারী।