কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : আমার মামার মেয়ে শিশুকালে আমার মায়ের দুধপান করেছে।কিন্তুআমার মায়ের পরিষ্কার মনে পড়ছে না সে কতবার দুধপান করেছে।তবে আমার মা বলছেন, সম্ভবত দুই থেকে তিনবার পান করেছে। এমতাবস্থায় মামার মেয়েকে আমি বিবাহ করতে পারবো কি?উত্তরদানেবাধিতকরবেন।

উত্তররাযাআত বা স্তন্যপান সাব্যস্ত হওয়ার জন্য শর্ত হলো সর্বনিম্ন তা পাঁচ ঢোক হওয়া। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, কুরআনে দশ বার দুগ্ধপানের মাধ্যমে হারাম হওয়ার বিষয়টি অবর্তীন হয়েছিল তবে পরবর্তীতে পাচঁবারের মাধ্যমে তা রহিত করে দেওয়া হয়। এরপর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলে বিষয়টি এভাবেই থেকে যায় (ছহীহ মুসলিম, হা/১৪৫২; আবূ দাউদ, হা/২০৬২)। এছাড়াও তিনি বলেছেন, এক বা দুই চুষক দুগ্ধপান করানোর মাধ্যমে হারাম সাব্যস্ত হয় না (ইবনু মাজাহ, হা/১৯৪০; ইবনু হিব্বান, হা/৪২২৮)। দুগ্ধপান করানোর সময়সীমা হলো দুই বছর। যে সময়ে দুগ্ধপান করালে হারাম সাব্যস্ত হয়। আর দুধপান করানোর ক্ষেত্রে একবার বলতে যা বুঝায় তা হলো, শিশু স্থনে মুখ দিয়ে দুধ ঢোকে ঢোকে পান করা। এরপর আবার যদি সে গলাধঃকরণ করে তাহলে তা দ্বিতীয়বার বলে গন্য হবে। আর এমন ভাবেই পাঁচবার গলাধঃকরণ দুগ্ধপান হয়ে গেলেই হারাম সাব্যস্ত হয়ে যাবে। অতএব যদি আপনার মাতার এমনভাবে পাঁচবার গলাধঃকরণ হয়ে থাকে তাহলে হারাম সাব্যস্ত হবে নচেৎ আপনার জন্য বিবাহ করা হালাল হবে।

প্রশ্নকারী : নাসির হোসেন খান

ওয়েস্টবেঙ্গল, ভারত।


Magazine