কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : মিডল্যান্ড ব্যাংকে আমার একটা একাউন্ট আছে ঐ একাউন্টে জমানো টাকার উপর প্রতি মাসে সূদ আসে। এটা বন্ধ করার কোনো সুযোগ নেই। এখন আমি ঐ সূদের টাকা কি করব? কিছু সূদ মুক্ত ব্যাংকের নাম জানিয়ে বাধিত করবেন।

উত্তর: ‘আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সূদকে করেছেন হারাম’ (আল-বাক্বারা, ২/২৭৫)। তিনি আরো বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো। আর সূদের অবশিষ্ট সম্পদ ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। আর যদি তা না করো, তাহলে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আর যদি তোমরা তওবা করো তাহলে, তোমাদের জন্য থাকবে মূলধন…’ (আল-বাক্বারা, ২/২৭৮-২৭৯)। সুতরাং ব্যাংক ব্যতীত অন্য কোথাও টাকা রাখার নিরাপদ জায়গা থাকলে সেখানে রাখতে হবে এবং ব্যাংক একাউন্ট বাতিল করতে হবে। বাধ্য হয়ে যদি রাখতেই হয়, তাহলে মূলধন ব্যতীত সূদের টাকা ছওয়াবের নিয়্যত ছাড়াই জনকল্যাণ মূলক কাজে ব্যয় করে দিতে হবে (মাজমু‘ ফাতাওয়া ইবনু বায, ১৯/২৬৮ পৃ.)। উল্লেখ্য যে, শত পার্সেন্ট সূদ মুক্ত কোনো ব্যাংক বাংলাদেশে আছে বলে আমাদের অবগতিতে নেই।

প্রশ্নকারী : সাইদুল ইসলাম

ফতুল্লা, নারায়ণঞ্জ।

Magazine